 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : মালিতে স্থল মাইন হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। একটি গাড়ি মালির বোনি সিটি থেকে বুরকিনার শহরের দিকে যাওয়ার পথে স্থল মাইনে আঘাত করলে মাইন বিস্ফোরিত হয়। হামলায় নিহতদের সবাই মালি ও বুরকিনা বের অধিবাসী।
অন্যদিকে মালির সামরিক বাহিনী এক বিবৃতি জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলের ইউওয়ারু শহরে মালিয়ান সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই সেনা সদস্যসহ সাত সন্ত্রাসী নিহত হয়েছে।
২০১২ সালে আল-কায়েদা জঙ্গিগোষ্ঠী মালির উত্তরাঞ্চলের প্রায় অর্ধেক অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরে ফ্রান্সের অভিযানে বেশিরভাগ এলাকাই দখল মুক্ত হয়। তবে দেশটিতে এখনো হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।
এমটিনিউজ/এসবি