আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর ফোর্টালেজাতের ফোরো দো গাগো নাইটক্লাবে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। স্থানীয় সময় শনিবার ভোরের দিকে ওই হামলার ঘটনা ঘটে।
এ ছাড়া আরো ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
স্থানীয় পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করে বলেন, বন্দুকধারী ব্যক্তিটি জোর করে নাইটক্লাবটিতে ঢুকে পড়ে। এরপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
এমটিনিউজ/এসবি