রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৭:০৭

'বন্ধুত্বের হাত বাড়ালে রুটি ভাগ করে খাব'

'বন্ধুত্বের হাত বাড়ালে রুটি ভাগ করে খাব'

আন্তর্জাতিক ডেস্ক :   ত্রুদের হুশিয়ারি উচ্চারণ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, যারা আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াবে আমরা তাদের স্বাগত জানাব। আর যে সাহায্য চাইবে তার সঙ্গে প্রয়োজনে রুটি (খাবার) ভাগ করে খাব। কিন্তু যার তুরস্কের ক্ষতি করতে চাইবে তাদের ক্ষমা করা হবে না।

শনিবার দেশটির রাজধানী ইস্তাম্বুলে কাশিমপাশা-হাস্কয় নামক একটি টানেল উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় এরদোয়ান বলেন, ‘তুরস্ক কোনো দেশের বিরুদ্ধে নয়। আমরা আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এজন্য যারা তুরস্কের ভবিষ্যৎ শত্রু আমরা তাদের ক্ষেত্রে কোনো ধরনের ক্ষমতা প্রদর্শন করব না। বন্ধুত্বের হাত বাড়ালে রুটি ভাগ করে খাব'

উল্লেখ্য, তুরস্ক সিরিয়ার আফরিন এলাকায় পিকেকে ও দাশেয়ের বিরুদ্ধে গত সপ্তাহ থেকে সামরিক অভিযান শুরু করেছে। পিকেকে ও দায়েশকে তুরস্ক তাদের শত্রু মনে করে। আফরিন ও আজাজ অঞ্চলে অভিযান শেষ হওয়ার পর তুর্কি বাহিনী মানজিব প্রদেশেও অভিযান চালাবে বলে জানান এরদোয়ান।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে