রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮, ০৫:৩৫:১৬

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ফিলিস্তিন যাচ্ছেন নরেন্দ্র মোদী

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ফিলিস্তিন যাচ্ছেন নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক : একদিকে ইজরায়েল, অন্যদিকে ফিলিস্তিন। দীর্ঘ কাল ধরে বিবদমান দুই দেশের সঙ্গে আলাদা আলাদা সম্পর্কের ভারসাম্য রেখেই যে এগোতে চায় নয়াদিল্লি, তা স্পষ্ট হল আবার। আগামী মাসেই ফিলিস্তিন সফর করবেন নরেন্দ্র মোদী। এবং তিনিই হতে যাচ্ছেন ফিলিস্তিন সফরে যাওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী।

ভারতের বিদেশ দপ্তর সূত্রে খবর, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিররাত এবং ওমান সফর করবেন মোদী। আগামী ১০ ফেব্রুয়ারি ফিলিস্তিনর রামাল্লায় যাবেন তিনি। গত বছরই ইজরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। আর, গত সপ্তাহেই ভারতে এসেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু।

গত বছরই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফরে গিয়েছিলেন মোদী। তারপর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন ফিলিস্তিনে। স্বাভাবিক ভাবেই এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

গত বছর ইজরায়েল সফরে গেলেও ফিলিস্তিনের পথ মাড়াননি মোদী। সে সময় প্রশ্ন উঠেছিল, ইজরায়েলের সঙ্গে নতুন সম্পর্কের রসায়ন গড়তেই কি ফিলিস্তিনকে এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী? ফিলিস্তিন সেন্টার পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের ডিরেক্টর খালিল শিকাকি প্রশ্ন তুলেছিলেন, ১৯৪৮ সালে দেশভাগের পর থেকে ফিলিস্তিনকে বন্ধু হিসেবে আলিঙ্গন করে ভারত। ’৭৪-এ ফিলিস্তিনকে জোট নিরপেক্ষ আন্দোলনের অংশীদার করতেও সাহায্য করে ভারত।

এর মধ্যে দিয়ে কার্যত আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতিও দেওয়া হয় ফিলিস্তিনকে। তা হলে এখন এত বৈষম্য কেন? মন্তব্য খালিলের। তার কথায়, ‘প্রতিরক্ষা এবং বাণিজ্যের স্বার্থে ভারতের প্রধানমন্ত্রী মনে হয় পশ্চিমের সঙ্গেই সম্পর্ক স্থাপনে বেশি উৎসাহী। এখন তো মনে হচ্ছে ভারতের কাছ থেকে সাহায্য পাওয়ার আর কোনও আশাই নেই ফিলিস্তিনের।’

জেরুসালেম প্রশ্নে অবশ্য জাতিসংঘের প্রস্তাবে ইজরায়েলের বিপক্ষেই ভোট দিয়েছে ভারত। ফিলিস্তিনের সঙ্গে জেরুসালেম নিয়ে লড়াইয়ে ভারত যে ইজরায়েলের বিপক্ষে তা স্পষ্ট করার পরেও নেতানইয়াহুর সফরে তার কোনও প্রভাব পড়েনি। এ বার ফিলিস্তিন সফরে গিয়ে ভারতের অবস্থান আরও স্পষ্ট করতে চলেছেন নরেন্দ্র মোদী।

ফিলিস্তিন ছাড়াও দুবাইয়ে ‘সিক্সথ ওয়ার্ল্ড গর্ভনমেন্ট সামিট’-এ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত মোদী। সরকারি সূত্রে খবর, দু’দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হবে।  আমিরাতে এবং ওমানে অনাবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন মোদী।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে