প্যারিসে পুলিশি অভিযানে অাত্মঘাতী হামলা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে আজ (বুধবার) তিন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। গত শুক্রবার প্যারিসের ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে ওই তিন ব্যক্তির যোগসাজশ ছিল বলে সন্দেহ করা হচ্ছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
প্যারিসে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী আবদেল হামিদ আবা আউদকে আটকের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে বলে সংবাদ মাধ্যম প্রকাশিত খবরে উল্লেখ করা হয়।
সেইন্ট-ডেনিস এলাকার একটি অ্যাপার্টমেন্টে সন্দেহভাজন ব্যক্তিরা ছিল। তাদের গ্রেফতারের জন্য খুব ভোরে বিশেষ পুলিশ বাহিনী অভিযান চালায়। স্থানীয় সময়ে সকাল ৪টা ২০ মিনিটে এ অভিযান শুরু হয়েছে বলে প্যারিসের সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে।
পুলিশ সমগ্র এলাকা ঘিরে রেখেছে এবং ওই এলাকায় কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। অভিযানে যোগ দেয়ার জন্য ট্রাকে করে ফরাসি সেনাদের ওই এলাকার দিকে যেতে দেখা গেছে। পুলিশ মুখোস পরে অভিযানে অংশ নেয়।
সরকারি এক কৌসূলি বলেছেন, অভিযানের সময় একজন সন্দেহভাজন নারী আত্মঘাতী একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। ওই এলাকা থেকে বিস্ফোরণ এবং গুলি বিনিময়ের শব্দ শোনা গেছে। এক নারীসহ পাঁচ ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলেও খবর পাওয়া গেছে।
সেইন্ট-ডেনিস এলাকায় নানা জাতির এবং নানা বর্ণ ও ধর্মের মানুষ বসবাস করে। ওই এলাকায় আফ্রিকা, আলজেরিয়া, ভারত, চীন এবং তুরস্ক থেকে আসা লোকজন রয়েছে।
১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�