আন্তর্জাতিক ডেস্ক : এবার মহারাষ্ট্রের শিবসেনার পথেই হাঁটার ইঙ্গিত দিলেন অন্দ্রপ্রদেশ রাজ্যের ক্ষমতাসীন তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু। অন্দ্রপ্রদেশ রাজ্য বিজেপির বিরোধিতায় ক্ষুব্ধ চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, বিজেপি যদি জোট না চায় তাহলে তেলেগু দেশম পার্টি নিজের পথেই হাঁটবে।
ভারতের মহারাষ্ট্রে ইতিমধ্যে বিজেপির সঙ্গ ছেড়ে এনডিএ জোট ছেড়েছে শিবসেনা। এর ফলে, সেখানে প্রবল চাপে আছে বিজেপি।
এদিকে, এবার প্রায় একই অবস্থা হতে পারে অন্ধ্রপ্রদেশেও। অন্ধ্রপ্রদেশে বিজেপি নেতৃত্বের সঙ্গে তেলেগু দেশম পার্টির প্রবল সংঘাত শুরু হয়েছে।
চন্দ্রবাবু নাইডু বলেছেন, 'টিডিপি নেতৃত্ব দলের নেতাদের সামলে রেখেছে। বিজেপি তার রাজ্য নেতাদের সংযত হতে বলুক। আমরা এখনও মিত্রের মতো আচরন করছি। কিন্তু রাজ্য বিজেপি-র নেতৃত্ব সীমা লঙ্ঘন করছে।'
ভারতের কেন্দ্রীয় সরকারে এনডিএ জোটের শরিক টিডিপি। আবার রাজ্যেও বিজেপি-টিডিপি জোট সরকার রয়েছে। কিন্তু সম্প্রতি বিভিন্ন ইস্যুতে রাজ্যে টিডিপির প্রবল বিরোধিতা করেছে বিজেপি।
রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, রাজ্য বিজেপি নেতারা গোপনে 'ওয়াইএসআর' কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। কেউ কেউ আবার অন্ধ্রপ্রদেশকে 'স্পেশাল স্ট্যাটাস' দেওয়ার দাবিতে বিজেপির সঙ্গেও জোট করতে রাজি। এতে, এনডিএ জোটে সমস্যা আরো জোরালো হচ্ছে।
এমটিনিউজ/এসএস