রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮, ১০:৪৭:৩৩

শরীরে ট্যাটু আছে, তাহলে আর এই সরকারী চাকরি হবে না

শরীরে ট্যাটু আছে, তাহলে আর এই সরকারী চাকরি হবে না

আন্তর্জাতিক ডেস্ক : শরীরে ট্যাটু থাকলে আর বিমানবাহিনীর চাকরি জুটবে না। এমনই নির্দেশিকা জারি করেছে ভারতের দিল্লি আদালত। শুধুমাত্র আদিবাসীদের এই নিয়মের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু সেটি তাদের ধর্মীয় আচরণের মধ্যে পড়ে।  

সম্প্রতি একটি মামলায় দিল্লি হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, পোশাকের বাইরে শরীরে যে অংশ উন্মুক্ত থাকে সেখানে কোনও রকম ট্যাটু করতে পারবেন না বিমানবাহিনীর কর্মকর্তারা। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রেখা পিল্লাই জানিয়েছেন, যদি কোনও বিমান সেনার কর্মী বা কর্মকর্তা ট্যাটু করিয়ে থাকেন তাহলে তার ছবি আগে থেকে দপ্তরে জমা দিতে হবে। সেটা দিতে যদি তিনি ব্যর্থ হন তাহলে তার চাকরি থাকবে না বলেও জানিয়েছেন।

২০১৬ সালে ২৯ জানুয়ারি বিমান সেনার চাকরি পেয়েছিলেন এক যুবক। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে লেখা পরীক্ষা এবং শারীরিক পরীক্ষায় পাস করে যান তিনি। মেডিকেল পরীক্ষাতেও সফলভাবে উত্তীর্ন হন। ২০১৭ সালের নভেম্বরে তার হাতে ট্যাটু দেখে একটি চিঠি ধরায় ভারতের বিমান সেনা কর্তৃপক্ষ।

তাতে বলা হয়েছিল নিয়মবহির্ভুত কাজ করায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারপরেই আদালতের দ্বারস্থ হন যুবক। সেই মামলাতেই এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। এখানে জানিয়ে রাখা জরুরি, বিমানসেনা নিয়োগের বিজ্ঞাপনেই উল্লেখ করা থাকে কোনও রকম ট্যাটু থাকা চলবে আবেদনকারীর শরীরে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে