বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৬:২২:০০

আঙ্গেলা মার্কেলকে হত্যার ছক

আঙ্গেলা মার্কেলকে হত্যার ছক

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের পর জঙ্গি নিশানায় জার্মানি। হ্যানোভার স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলকে ‘খতম’ করার পরিকল্পনা করেছে জঙ্গিরা। বিভিন্ন সূত্র থেকে এই খবর পেয়েছে জার্মান সরকার। ঝুঁকি না নিয়ে শুরু হওয়ার ৯১ মিনিট আগে হ্যানোভারে বাতিল করে দেওয়া হয়েছে জার্মানি-হল্যান্ড প্রীতি ম্যাচ। খবর আনন্দবাজার। জার্মানির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী বুধবার সাংবাদ সম্মেলন বৈঠক করে, ‘অবশ্যম্ভাবী’ জঙ্গিহানার আশঙ্কা প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, আইএস ইউরোপের আরও নানা জায়গায় হামলার ছক কষেছে। ফ্রান্সের পরেই জার্মানি আইএস-এর টার্গেট। মঙ্গলবারই হ্যানোভার স্টেডিয়ামে জঙ্গিরা বড়সড় নাশকতার ছক কষেছিল বলে জার্মান প্রশাসন খবর পায়। এ দিন হল্যান্ড ও জার্মানির মধ্যে হ্যানোভারে প্রীতি ফুটবল ম্যাচ নির্ধারিত ছিল। প্যারিসের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই ওই ম্যাচের আয়োজন করা হয়। কিন্তু, মাঠে বল পড়ার ঘণ্টা দেড়েক জার্মানির সরকারের পক্ষ থেকে তা বাতিল বলে ঘোষণা করা হয়। জার্মানির মন্ত্রী বলেন, ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু, বাতিল না করে কোনও উপায় ছিল না। তিনি জানান, হ্যানোভারে জঙ্গিহানার ছক যে তৈরি হয়েছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অনেকগুলি সূত্র থেকে হ্যানোভার স্টেডিয়ামে সম্ভাব্য জঙ্গিহানার খবর মিলেছে বলে তিনি জানান। জার্মান সংবাদমাধ্যম বলছে, আঙ্গেলা মার্কেলই জঙ্গিদের টার্গেট ছিলেন। শুধু জার্মান গোয়েন্দারা নন, বেশ কয়েকটি বিদেশি গোয়েন্দা সংস্থাও হ্যানোভারে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কার কথা জার্মানির সরকারকে জানিয়েছিল। ১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে