প্যারিসের পর কাঁদছে নাইজেরিয়া, নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের পর জঙ্গি হামলায় কাঁপছে নাইজেরিয়া। প্যারিসে আইএস-এর হামলার পর যখন বিশ্বজুড়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধের ডাক দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা, শোকপালন হচ্ছে বিভিন্ন ভাবে, তোলপাড় সোশ্যাল মিডিয়া, তখন নাইজেরিয়ায় একের পর এক হত্যালীলা চালিয়ে যাচ্ছে আরেক কুখ্যাত জঙ্গি সংগঠন বোকো হারাম। মঙ্গলবার রাতে নাইজেরিয়ায় ইয়োলা শহরের একটি বাজারে বোকো হারামের আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল ৩০ জনের। বহু মানুষ আহত। মৃতদের মধ্যে বেশির ভাগই মহিলা ও শিশু। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
এই নিয়ে একই বছরে ইয়োলার বাজারে দু'বার নৃশংস হামলা চালাল বোকো হারাম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক সন্দেহভাজন ব্যক্তি বেশ কিছুক্ষণ ধরেই ঘুরছিল। বাজারে তখন বেশ ভিড় ছিল। হঠাত্ তীব্র বিস্ফোরণ। চারিদিকে শুধু কালো ধোঁয়া আর আগুন। এদিক ওদিক ছড়িয়ে রক্তাক্ত দেহাংশ। পুলিশ সূত্রের খবর, বিস্ফোরণস্থলেই মৃত্যু হয়েছে ৩০ জনের। গুরুতর আহত ৮০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
গত শনিবারই উত্তর নাইজেরিয়ার ইয়োলা শহরে দাঁড়িয়ে দেশের প্রেসিডেন্ট মহম্মাদু বুহারি দাবি করেছিলেন, পরাজয়ের মুখে দাঁড়িয়ে বোকো হারাম। ওই জঙ্গি সংগঠন নিশ্চিহ্ন হওয়া শুধু সময়ের অপেক্ষা। প্রেসিডেন্টের দাবির ঠিক তিন দিনের মাথায় ইয়োলার ব্যস্ত বাজারে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে বোকো হারাম জানাল, তারা এখনও রয়েছে।
২০০২ সালে গঠিত হওয়ার পর থেকে নাইজেরিয়া, চাদ, ক্যামেরুনের একাংশে একের পর এক রক্তলীলা চালিয়ে যেতে থাকে বোকো হারাম। একটি আন্তর্জাতিক তথ্য বলছে, নৃশংস হত্যায় আইএস-কে পিছনে ফেলে বোকো হারাম-ই বর্তমানে 'Deadliest'। আগে এই জঙ্গি সংগঠন আল কায়েদা-র শাখা হিসেবে কাজ করলেও, বর্তমানে হাত মিলিয়ে আইএস-এর সঙ্গে। বোকো হারাম নিজেদের আইএস-এর 'ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স' হিসেবে দাবি করছে।
১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�