আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সেনা ঘাঁটিতে সোমবার ভোরে বন্দুকধারীরা হামলা করে। এতে পাঁচ সেনা নিহত এবং ১০ জন আহত হয়েছেন। খবর বিবিসির।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বিবিসিকে জানান, এই ঘটনায় পাঁচজন সন্ত্রাসী জড়িত। সেনাদের গুলিতে চারজন নিহত হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামিক স্টেট (আইএস)'র মুখপত্র আমাক দাবি করেছে, ইসলামিক স্টেট (আইএস)'র সদস্যরা এই হামলা চালিয়েছে।
আফগান নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, স্থানীয় সময় সোমবার ভোরে কাবুল সিটি সেন্টারের পশ্চিম দিকে অবস্থিত মার্শাল ফাহিম জাতীয় সামরিক একাডেমির কাছে একটি সেনা ঘাঁটিতে এ হামলা চালানো হয়। ভোর থেকেই তুমুল গোলাগুলিতে ওই এলাকা প্রকম্পিত হয়ে উঠে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ভোর থেকে দফায় দফায় বিস্ফোরণ ও গুলির শব্দে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। সকাল পর্যন্ত ওই এলাকার সবগুলো সড়কে যান ও জন চলাচল বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
গত শনিবার দুপুরে কাবুলের কেন্দ্রস্থলে আত্মঘাতী অ্যাম্বুলেন্স বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ১০৩ জন নিহত ও ২৩৫ জন আহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান গোষ্ঠী।
২৮ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর