স্বামীকে রক্ষা করতে গিয়ে মেয়রের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তর শহরের মেয়রকে গুলি করে হত্যা করাহয়। গতকাল মঙ্গলবার বোরখা পরিহিত অজ্ঞাত পরিচয় হামলাকারীরা তার নিজ দপ্তরে গুলি করে হত্যা করেছে। বোরখা পরিহিত তিন ব্যক্তি একপ্রকার জোর করে মেয়র কাতারি অনুরাধার কক্ষে প্রবেশ করে এবং তাকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
হত্যার কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত নির্ধারণ করতে পারেনি পুলিশ। হামলার ঘটনায় অনুরাধার স্বামীও গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় হামলাকারীদের লক্ষ্য ছিল অনুরাধার স্বামী কাতারি মোহান। তাকে বাচাতে গিয়েই নিজের প্রাণ হারিয়েছেন এই মেয়র। তার স্বামী প্রাণে বেঁচে গেলেও অবস্থা আশঙ্কাজনক।
চিত্তর মিউনিসিপালিটি কর্পোরেশনের কার্যালয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় কার্যালয়ের কর্মীরা হামলাকারীদের ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
বোরখা পরা হামলাকারীরা জোর করে মেয়র অনুরাধার দপ্তরে প্রবেশ করে এবং হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে দুই ব্যক্তি নিজেদের পুলিশের কাছে সোপর্দ করে বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। তবে এরা হামলাকারী না অন্য কোনো সন্দেহভাজন, তা নিশ্চিত হওয়া যায়নি।
মেয়র হত্যার পর চিত্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। প্রতিবেশী রাজ্য তামিল নাড়ুর সঙ্গে সীমান্ত বন্ধ করে হত্যাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�