মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:২৫:৪৫

ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তানের মর্টার হামলা

ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তানের মর্টার হামলা

আন্তর্জাতিক ডেস্ক :  ফের উপত্যকায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান৷ ভারতের সেনা ছাউনি লক্ষ করে হামলা চালায় পাক রেঞ্জার্স৷ ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তান মর্টার হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে৷

সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ সোমবার গভীর রাতে হামলা চালায় পাক রেঞ্জার্স৷ রাতভর চলে গুলির লড়াই৷ পাকিস্তানের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও৷ গতকাল বিকেলে সীমান্তের ওপার থেকে প্রথম গুলি ছোঁড়ে পাকিস্তান৷ ফের বেশ কিছুক্ষণের বিরতির পর আবার গুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তান৷

যদিও এই গুলির লড়াইয়ে এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, গতকাল সকাল থেকেই এলওসি সীমান্তে সন্দেহভাজন বেশ কিছু ঘোরাফেরা করতে দেখে ভারতীয় সেনারা৷ সেই কারণে আগেভাগেই সতর্ক ছিল ভারত৷ --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে