মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ১০:০৫:০৩

তুর্কি সেনার বোমা হামলায় উড়ে গেলে কৃষ্ণপাথরের মন্দির

তুর্কি সেনার বোমা হামলায় উড়ে গেলে কৃষ্ণপাথরের মন্দির

আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি বিমানবাহিনীর বোমা হামলায় সিরিয়ার প্রাচীন ‘এইন দারা’ বা কৃষ্ণপাথরের মন্দির ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর৷ সিরিয়ার কুর্দি জঙ্গিদের নিয়ন্ত্রিত আফরিন এলাকায় হামলা চালাতে গিয়ে এই ঐতিহাসিক মন্দিরটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে খবর৷

হামলাটি শুক্রবার চালানো হলেও স্থানীয় সংবাদ মাধ্যমগুলিতে এ হামলার খবর প্রকাশ করা হয়েছে সোমবার৷ সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি বলছে, বোমার আঘাতে হামলার স্থানটিতে বিরাট গর্ত হয়েছে৷ সেখানে একটি কৃষ্ণপাথরের সিংহমূর্তি ছিল৷

এই মন্দিরটি নির্মিত হয়েছিল খৃস্টপূর্ব প্রথম সহস্রাব্দে৷ সিরিয়ার প্রত্নসম্পদ দফতর এই হামলার তীব্র নিন্দা করেছে৷ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, এর মাধ্যমে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে৷

সিরিয়ার প্রত্নসম্পদ দফতরের সাবেক প্রধান মামুন আবদুল করিম বলেছেন, মন্দিরটির কৃষ্ণপাথরের সিংহমূর্তির জন্য পর্যটকরা আকৃষ্ট হতেন৷ এটি আন্তর্জাতিক প্রত্মসম্পদের জন্য বড় ধরনের ক্ষতি৷ গত ২০ জানুয়ারি থেকে আফরিনে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি-কে নির্মূল করতেই এ অভিযান চালানো হচ্ছে বলে আঙ্কারা ঘোষণা করেছে৷

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে