বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮, ০১:২০:৪২

সাংবাদিকতা পড়ুয়াদের দারুণ সুখবর দিল ফেসবুক

সাংবাদিকতা পড়ুয়াদের দারুণ সুখবর দিল ফেসবুক

নিউজ ডেস্ক: সাংবাদিকতা পড়ুয়াদের জন্য দারুণ সুখবর। তাদের জন্য বিশেষ স্কলারশিপ চালু করছে মার্ক জুকারবার্গের সংস্থা ফেসবুক। বিশ্বের বহুল জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হচ্ছে ফেসবুক। সাংবাদিকতা বা ডিজিটাল মিডিয়া নিয়ে যারা পড়াশোনা করছেন তাঁদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করছে ফেসবুক। সম্প্রতি একটি ব্লগ পোস্ট করে এই ঘোষণা করেছে মার্কিন সংস্থাটি।

জুনিয়র, সিনিয়র ও স্নাতক স্তরের পড়ুয়ারা এইসুবিধা লাভ করতে পারবেন। আপাতত অ্যামেরিকার সাংবাদিকতার পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হবে। পরে বিশ্বের বাকি দেশগুলিতে এই স্কলারশিপ দেওয়া হবে।

আগামী পাঁচ বছরের জন্য মিলবে এই সুবিধা। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে এই স্কলারশিপের মোট আর্থিক মূল্য এক মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মূদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ছয় কোটি টাকা। এই প্রকল্প চালু করতে প্রাথমিক অবস্থায় দি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হিসপ্যানিক জার্নালিস্টস, এশিয়ান অ্যামেরিকান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, নেটিভ অ্যামেরিকান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল লেসবিয়ান অ্যান্ড গে জার্নালিস্টস অ্যাসোসিয়েশনকে ২ লাখ ৫০ হাজার ডলার করে দেবে ফেসবুক।-কলকাতা টোয়েন্টিফোর
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে