জঙ্গিদের ঈশ্বরের কাছে পাঠানোর দায়িত্ব আমার : পুতিন
আন্তর্জাতিক ডেস্ক : ‘সন্ত্রাসী এবং জঙ্গিদের ক্ষমা হয় কিনা, তা ঠিক করবেন ঈশ্বর৷ কিন্তু তাদের ঈশ্বরের কাছে পাঠানোর দায়িত্ব আমার৷’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ তার এই চিন্তাভাবনাকে স্বাগত জানিয়েছেন বহু মানুষ৷ অনেকেই মনে করছেন বিশ্বকে জঙ্গিমুক্ত করতে এই কট্টর মনোভাবই প্রয়োজন৷ রুশ প্রেসিডেন্ট কোনওদিনই নরম মনোভাবাপন্ন নন৷ খানিকটা হলিউড নায়কের মতোই চরিত্র তার৷ এদিনের মন্তব্যের পর আরও বেশি জনপ্রিয় হয়ে উঠলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷
উল্লেখ্য, তবে গত মাসে আইএস জঙ্গিদের বোমায় মিশরের আকাশে রুশ যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার পরই বদলা নেওয়ার শপথ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ মঙ্গলবার থেকে আইএসের শক্তঘাঁটি রাক্কায় টানা হামলা চালায় রুশ বিমানবাহিনী৷ অন্যদিকে, প্যারিসে জঙ্গিহানার পর রবিবার রাত থেকে রাক্কায় অভিযানে নামে ফরাসি বিমানবাহিনীও৷
১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�