বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৯:৩৩

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, গ্রহণের সময় যে কাজগুলো করা উচিত নয়

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, গ্রহণের সময় যে কাজগুলো করা উচিত নয়

এক্সক্লুসিভ ডেস্ক : ৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে৷ এদিন সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে রাত ৭টা ৩৭ মিনিট পর্যন্ত থাকবে চন্দ্র গ্রহণ৷ সময়ের হিসাবে চাঁদের গ্রহণ চলবে ৭৬ মিনিট৷ সন্ধ্যা থেকেই এই অনবদ্য দৃশ্য দেখার সুযোগ মিলবে৷

যদিও অনেকে এই সব নিয়ম নীতিকে কুসংস্কার বলে মনে করেন৷ তাদের মতে গ্রহণের সঙ্গে এই সবের সম্পর্ক কি? অনেকে এই সবের পিছনে বৈজ্ঞানিক যুক্তি খুঁজে পান৷ তবুও বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদুর৷

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, গ্রহণের সময় যে কাজগুলো করা উচিত নয় :-
► গ্রহণের দিন সন্ধের পরে শরীরে তেল মালিশ করলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

► গ্রহণের সময়ে গর্ভবতী মহিলাদের বাইরে বেরনো উচিত নয়। কারণ, গ্রহণের সময় পরিবেশে ক্ষতিকারক তরঙ্গ সক্রিয় থাকে। এর ফলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে।

► গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণের পরে খাওয়া উচিত নয়। খাবার রান্না করা থাকলে গ্রহণের সময়ে তাতে তুলসি পাতা ছড়িয়ে দিন। তাহলে গ্রহণের ক্ষতিকারক প্রভাব খাবারে পড়বে না।

► সুস্থ মানুষদের সন্ধের পরে ঘুমনো উচিত নয়। এর ফলে শরীর অসুস্থ হতে পারে। গর্ভবতী, বৃদ্ধ এবং অসুস্থরা অবশ্য এই সময়ে বিশ্রাম নিতে পারেন বা শুয়ে থাকতে পারেন।

► গর্ভবতী মহিলাদের বাড়ির বাড়ির বাইরে বেরনো উচিত নয়৷

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে