আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম বসবাস করে বান্দা আকে প্রদেশে। রাষ্ট্রীয়ভাবে এই প্রদেশে ইসলামি শরিয়তি আইন পালন করা হয়। তারই জের ধরে রেখে নয়া নিয়ম চালু করল দেশটির প্রাদেশিক সরকার।
তাদের নিদান, দেশের সবকটি উড়ান সংস্থাকে তাদের ফ্লাইটগুলিতে মুসলিম ধর্মাবলম্বী মহিলা কর্মীদের হিজাব পরা বাধ্যতামূলক। এরআগেও প্রদেশটিতে সাধারণ মহিলাদের জন্য শরিয়তি হিজাব তথা পর্দাপ্রথা পালন করা বাধ্যতামূলক করা হয়।
এছাড়াও ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের মহিলাদের পোশাকের জন্যও আলাদা নিয়ম জারি করা হয়। সেই নির্দেশিকায় বলা হয় প্রকাশ্যে পূর্ণ শালীনতা বজায় রাখতে হবে।
তবে বিমানকর্মীদের হিজাব বাধ্যতামূলক করা বিরল দৃষ্টান্ত। উল্লেখ্য, বান্দা আকে প্রদেশে দীর্ঘদিন যাবত্ স্বায়ত্ত শাসনের আন্দোলন চলছিল। পরবর্তী কালে ২০০১ সালে স্বায়ত্ত শাসন লাভ করে এই প্রদেশ।
বান্দা আকের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতি সপ্তাহে কুড়িটিরও বেশি বিমান ওঠা নামা করে। এছাড়াও বেশ কিছু বিমান রয়েছে, যেগুলি আন্তর্জাতিক বিমান। এই বিমানগুলি প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও সৌদি আরবে যায়।
এমটিনিউজ/এসবি