বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:৩৬:১০

৬.১ মাত্রার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর ভারতও, নিহত ১

৬.১ মাত্রার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর ভারতও, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ভূকম্পনের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লি, এনসিআর ও দিল্লি ও উত্তর ভারতের নানা স্থান কেঁপে উঠল। আতঙ্কে লোকজন ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। যদিও এখনও পর্যন্ত প্রাণহানি বা সম্পত্তি ক্ষয়ক্ষতির খবর নেই।

কাশ্মিরের শ্রীনগরে আলুচিবাগের কাছে নির্মীয়মাণ জাহাঙ্গির চক-রামবাগ ফ্লাইওভারের একটি অংশ পিলার থেকে খসে পড়ে কম্পনের প্রভাবে। কেউ অবশ্য এতে জখম হয়নি।

তবে পাকিস্তানের একাধিক শহরে তীব্র কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তান মেট্রলজিক্যাল বিভাগ জানিয়েছে, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় ভূগর্ভের প্রায় ১৭৮ কিমি গভীরে উত্পত্তি হয় কম্পনের।

এ পর্যন্ত পাকিস্তানের বালুচিস্তানের লাসবেলা এলাকায় একটি মেয়ের মৃত্যু ও ৯ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে জিও নিউজ সূত্রে। পেশোয়ারে স্কুলবাড়ি থেকে আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে জখম হয়েছে দুটি বাচ্চা। আফগানিস্তানের রাজধানী কাবুলে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১ ।

পাক রাজধানী ইসলামাবাদ, খাইবার-পাখতুনখাওয়া, পঞ্জাবও কেঁপেছে। কম্পনের রেশ ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরেও। পাকিস্তানে অতীতে বেশ কয়েকবার বড় রকমের ভূমিকম্প ঘটেছে। ২০০৫ সালেরটা ছিল সবচেয়ে বিধ্বংসী, অন্তত ৭৪ হাজার মানুষ প্রাণ হারায়।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে