বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:৪১:৫১

মিয়ানমারে সুচি'র বাড়িতে বোমা হামলা

মিয়ানমারে সুচি'র বাড়িতে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক :  মিয়ানমারে সুচি'র বাড়িতে বোমা হামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পেট্রোল বোমা হামলার ঘটনার ঘটেছে।  ইয়াংগুনের বাড়িতে এ ঘটনা ঘটে।

অবশ্য এ সময় সু চি বাড়িতে ছিলেন না।  সরকারের মুখপাত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে সিএনএন।  তবে মুখপাত্র জুও তাই এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি বলেও খবরে উল্লেখ করা হয়েছে।    

মিয়ানমারের নেত্রীর দফতরের কর্মকর্তারা জানিয়ে, বোমা নিক্ষেপের পর পরই দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।  একই সঙ্গে সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে।

প্রসঙ্গত, রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালিয়ে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন।  সর্বশেষ গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চি'র আন্তরিকতার অভাব আছে।

সূত্রঃ সিএনএন

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে