বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:১৬:৪৩

নাবালিকা ছাত্রীর সঙ্গে প্রেম, বিয়ে! সেই শিক্ষককে উচিত শিক্ষা দিলো এলাকাবাসী

নাবালিকা ছাত্রীর সঙ্গে প্রেম, বিয়ে! সেই শিক্ষককে উচিত শিক্ষা দিলো এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক : ১৫ বছরের ছাত্রীকে বিয়ে করেছে কম্পিউটার শিক্ষক। খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। অভিযুক্ত শিক্ষককে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হল।

বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া এলাকার আদাহাটি এলাকায়। স্থানীয় পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা লাল মোহাম্মদের উপস্থিতিতেই ওই শিক্ষককে গ্রাম ঘোরানোর পরে এলাকার মানুষ তাকে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে কলকাতার কামারহাটি এলাকার বাসিন্দা ইমতিয়াজ আলম পাঞ্জিপাড়ার আদাহাটি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে কম্পিউটার স্কুল তৈরি করেছিল। সেখানেই কম্পিউটার শিখতে আসত ওই কিশোরী। তখনই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি দু'জনের বিয়ে হয়।

নাবালিকাকে বিয়ে করার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ অভিযুক্ত শিক্ষককে রাস্তায় এনে জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

অভিযুক্ত শিক্ষককে এ দিনই ইসলামপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান লাল মোহাম্মদ জানিয়েছেন, "ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ওই শিক্ষককে বেধড়ক মারধর করতে যাচ্ছিলেন। তা থেকে তাদের বিরত করে পুলিশে খবর দেওয়া হয়। ক্ষুব্ধ জনতাই ওই শিক্ষকের গলায় জুতোর পালা পরিয়ে দেয়।''
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে