বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:৪৭:১০

এক ধাক্কায় ভারতে বাড়লো সোনার দাম, বাড়লো মুদ্রার দামও

এক ধাক্কায় ভারতে বাড়লো সোনার দাম, বাড়লো মুদ্রার দামও

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের স্বাধীনতার পর প্রায় একটা 'কৃষিবিপ্লব'ই করে ফেললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার! শস্য উত্‍পাদনে নয়, কৃষিতে বাজেট বরাদ্দে। সব হিসেব-নিকেশেই যেমন লাভ-ক্ষতির অঙ্ক কষা হয়, কেন্দ্রীয় বাজেটও তার ব্যতিক্রম নয়।

প্রতি বারের মতো এ বারও সেই হিসাব কষার পালা শুরু হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, স্বাধীনতার বহু দিন পর কেন্দ্রীয় বাজেটে সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছেন কৃষকরা। আর অন্যদিকে বেড়ে গেল সোনা ও রুপোর দাম। বাড়লো বিদেশী মুদ্রার দাম।

সোনা ও রুপো :

বৃহস্পতিবার সোনার দাম - ৩০ হাজার ৪০২ রুপি
বৃহস্পতিবার রুপোর দাম - ৩৯ হাজার ৪৮০ রুপি

বুধবার সোনার দাম - ৩০ হাজার ০৯১ রুপি
বুধবার রুপোর দাম - ৩৯ হাজার ২৫৩ রুপি

সেনসেক্স:
দিনের শেষে বিএসই সেনসেক্স অবস্থান করছে ৩৫৯০৯.৬৬ পয়েন্টে। গতদিনের তুলনায় কমেছে ৫৮.৩৬ পয়েন্ট। দিনের শেষে নিফটি অবস্থান করছে ১১০১৬.৯০ পয়েন্টে। গতদিনের তুলনায় কমেছে ১০.৮০ পয়েন্ট।

জেনে নিন টাকার বিনিময় মূল্য কি রয়েছে?

মুদ্রা :
১ মার্কিন ডলার - ৬৪.২২৫০ রুপি
১ ইউরো - ৭৯.৯৭৫০ রুপি
১ পাউন্ড - ৯১.৪২০০ রুপি
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে