শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:২৫:৪২

আত্মহত্যা করেছেনে ফিদেল কাস্ত্রোর বড় ছেলে

আত্মহত্যা করেছেনে ফিদেল কাস্ত্রোর বড় ছেলে

আন্তর্জাতিক ডেস্ক :  আত্মহত্যা করেছেনে ফিদেল কাস্ত্রোর বড় ছেলে। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রো ডিয়াজ-বালার্ট আত্মহত্যা করেছেনে। বিষণ্ণতা থেকে শুক্রবার সকালে হাভানায় তিনি আত্মহত্যা করেছেন বলে দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে।

সংবাদপত্র গ্রানমা’র বরাতে বিবিসি জানায়, গভীর বিষণ্ণতায় থাকা ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রোকে অনেকদিন ধরে একদল চিকিৎসক চিকিৎসা দিয়ে আসছিলেন। কিন্তু শুক্রবার সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তার পিতা কিউবার মহান বিপ্লবী নেতা ও সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো ২০১৬ সালে  ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ৬৮ বছর বয়সী ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রো “ফিদেলিতো” হিসেবে পরিচিত ও জনপ্রিয় ছিলেন। তিনি ছিলেন কিউবার রাষ্ট্রীয় পরিষদের বিজ্ঞান উপদেষ্টা এবং বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট।

পারমানবিক পদার্থবিদ হিসেবেও কাজ করেছেন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে প্রশিক্ষণ নেয়া ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রো। এছাড়া অসংখ্য বই লেখাসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করবে তার পরিবার, তবে এ বিষয়ে কোন বিস্তারিত তথ্য তারা দেননি।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে