শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:০৪:৪৪

মোবাইল বিস্ফোরণে হাতের আঙুল ও দৃষ্টিশক্তি হারালো এক কিশোর

মোবাইল বিস্ফোরণে হাতের আঙুল ও দৃষ্টিশক্তি হারালো এক কিশোর

আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল বিস্ফোরণে তর্জণী আঙুল ও ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে মেং জিসু নামে ১২ বছরের এক কিশোর। এমনকি শুধু আঙুল নয় এক চোখের আলোও হারিয়েছেন তিনি।

চার্জে থাকা একটি মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে।  আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি প্রদেশের হিচি এলাকার ওই বালক ঘরে একটি চায়না ফোন চার্জ দেওয়ার সময় এটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের ঘটনায় ফোনের বিভিন্ন টুকরো তার চোখে ঢুকে যায়। তবে প্রাথমিক বিস্ফোরণের কারণ জানা যায়নি। মোবাইল কোম্পানির কাছ থেকেও কোনো উত্তর পাওয়া যায়নি।

এ ঘটনায় ওই বালক ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে চিকিৎসকরা তার পরিবারকে নিশ্চিত করেছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জিসুকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
এমটিনিউজ/এসএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে