আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশ্য রাস্তায় শরণার্থীদের মধ্যে খণ্ডযুদ্ধ৷ চলল গুলি৷ সেই গুলিতে জখম কেয়কজন৷ ঘটনাস্থল ফ্রান্সের কালাইস৷ এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত রাজপথ।
এই বন্দর শহরের পরিস্থিতি খুবই উত্তপ্ত৷ বিবিসি ও বিভিন্ন ফরাসি সংবাদ মাধ্যম জানাচ্ছে, আফগান ও ইরিট্রিয়া থেকে আসা শরণার্থীরা পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়ে৷
দু’পক্ষের সংঘর্ষে চলে গুলিও৷ এতে জখম হয়েছেন অন্তত ৫ শরণার্থী৷ তাদের চারজনই ইরিট্রিয়ার নাগরিক৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে৷
সংবাদ সংস্থা এপি জানাচ্ছে, দুই দেশের শরণার্থীরা খাবারের জন্য একে অপরের দিকে তেড়ে গিয়েছিলেন৷ তারপরেই সংঘর্ষ ছড়ায়৷ আচমকা বন্দুক থেকে গুলি চালাতে শুরু হয়৷ কে বা কারা এই গুলি চালিয়েছে সে বিষয়টি তদন্ত করছে ফরাসি পুলিশ৷
ফ্রান্সে আগত শরণার্থীদের মধ্যে আফগানিরা যেমন আছেন তেমনই আছেন উত্তর পূর্ব আফ্রিকার ইরিট্রিয়া দেশের নাগরিকরা৷ বন্দর শহর কালাইসে ছড়িয়ে এই শরণার্থীরা৷ সেখান দিয়ে জঙ্গি সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে৷ --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে/ এস