বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৩:৩৮:০২

সার্বিয়াতে গ্রেপ্তার আরো এক হামলাকারী

সার্বিয়াতে গ্রেপ্তার আরো এক হামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক : সার্বিয়াতে গ্রেপ্তার হওয়া এক যুবকের সব তথ্যই প্যারিসের হামলাস্থলে মৃত জঙ্গির দেহের কাছ থেকে উদ্ধার হওয়া পাসপোর্টের সঙ্গে মিলে গেছে বলে দ্য গার্ডিয়ানকে জানিয়েছে কয়েকটি পুলিশ সূত্র। পাসপোর্টে নামের মিলসহ অন্যান্য তথ্যেরও মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা।। তবে ছবিটি ভিন্ন। সার্বিয়ার কর্মকর্তারা বলছেন, তাদের ধারণা দুটো পাসপোর্টই ভুয়া। প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ফ্রান্সের তদন্তকারীদের সঙ্গে কাজ চলছে । ফ্রান্সের পুলিশ গত শুক্রবার ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হামলাকারীর মৃতদেহের কাছ থেকে ২৫ বছর বয়সী আহমেদ আল মোহামমদ নামে এক ব্যক্তির পাসপোর্ট খুঁজে পায়। ৭ অক্টোবরে ওই পাসপোর্ট ব্যবহার করে এক ব্যক্তি গ্রিক দ্বীপ লেরসে পৌঁছায় এবং সার্বিয়া ও ক্রোয়েশিয়া হয়ে ফ্রান্সে যাওয়ার আগে সেখানে শরণার্থী হিসাবে নাম নিবন্ধন করে। কিন্তু সার্বিয়ার এক পত্রিকা জানায়, শনিবার একই তথ্য সম্বলিত আরেকটি পাসপোর্ট ব্যবহারকারী আরেকজনকে খুঁজে পাওয়া যায় প্রেসোভো শরণার্থী শিবিরে। সিরিয়া ও তুরস্কের মধ্যকার সীমান্ত এলাকায় এ পাসপোর্টটি করানো হয়। ১৯, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে