নাইজেরিয়াতে ২০০ কোটি ডলারের দুর্নীতির অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ও পূর্ব আফ্রিকায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিরেুদ্ধে যুদ্ধে ব্যবহৃত তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। লুটপাট হওয়া অর্থের পরিমাণ প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। এই দুর্নীতির অভিযোগ উঠেছে নাইজেরিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা সামবো দাসুকির উপর। এরইমধ্যে সামবো দাসুকিকে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
দাসুকির বিরুদ্ধে বোকো হারামবিরোধী যুদ্ধের জন্য ১২টি হেলিকপ্টার, চারটি ফাইটার জেট বিমান এবং গোলাবারুদ কেনায় বড়সড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে দাসুকি এই সব অভিযোগ অস্বীকার করেছেন।
যদিও এরইমধ্যে প্রেসিডেন্টের নির্দেশে গৃহবন্দি করা হয়েছে দাসুকিকে।
দাসুকির বিরুদ্ধে অভিযোগ, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নাইজেরীয় সেনাবাহিনীর জন্য বিপুল পরিমাণ তহবিলের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও লড়াইয়ে তারা জঙ্গিদের থেকে অপেক্ষাকৃত দুর্বল ছিল। এর কারণ তাদের কাছে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ছিল না।
কিন্তু দাসুকি বলছেন, যারা আজ তার বিরুদ্ধে এই অভিযোগ আনছেন, অস্ত্র ক্রয় সংক্রান্ত তদন্ত প্যানেলে আগে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তিনি এ সম্পর্কে কিছুই জানেন না।
১৯, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ