ফের কড়া ভাষায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল চীন
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের সীমানা বিরোধে নাক না গলানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হংলেই এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
হংলেই বলেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে যুক্তরাষ্ট্রের নাক গলানো বন্ধ করতে হবে। উত্তেজনা বাড়ানো এবং অযথা বিতর্ককে আরও জটিল করা থেকে তাদের বিরত থাকতে হবে। সাগরে চীনের কৃত্রিম দ্বীপ নির্মাণের বিষয়ে প্রশ্ন তোলার ক্ষমতা ও অধিকার কোনও দেশের নেই।
উল্লেখ্য, প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের ওপর সার্বভৌমত্ব দাবি করছে বেইজিং। একইসঙ্গে তাইওয়ান, ব্রুনাই, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ফিলিপাইনও দক্ষিণ চীন সাগরের কিছু কিছু এলাকার ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করছে। সম্প্রতি চীন এ সাগরের বিরোধপূর্ণ এলাকায় কৃত্রিম দ্বীপ নির্মাণের ঘোষণা দিলে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। -টাইমস অব ইন্ডিয়া।
১৯, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ