রবিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:৪০:৪৩

গ্রিসের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর হাত-পা ভেঙে দেয়ার হুমকি তুরস্কের

 গ্রিসের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর হাত-পা ভেঙে দেয়ার হুমকি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক: এজিয়ান সাগরের কয়েকটি দীপপুঞ্জ নিয়ে গ্রীস এবং তুরস্কের মধ্যে রয়েছে চরম বিরোধ। প্রায় দুই যুগের বেশি সময় ধরে দ্বীপপুঞ্জগুলো নিয়ে মুখোমুখি অবস্থানে এই দুই দেশ। এবার তুরস্ক হুমকি দিয়ে বললো, বিরোধপূর্ণ এই এলাকায় গ্রীসের প্রেসিডেন্টও যদি প্রবেশ করে তার হাত পা ভেঙ্গে দেয়া হবে।

পরোক্ষভাবে গ্রীসের প্রেসিডেন্টকে এই সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সিনিয়র উপদেষ্টা ইগিত বুলুত। তিনি বলেন, 'গ্রিসের কোনো কর্মকর্তা বা নাগরিক যদি এজিয়ান সাগরের বিরোধপূর্ণ ইমিয়া দ্বীপপুঞ্জে প্রবেশ করেন তাহলে তার হাত-পা ভেঙে দেয়া হবে। গ্রীসের প্রধানমন্ত্রী, মন্ত্রী বা নাগরিক এসব বিবেচনায় নেয়া হবে না।'

রাশা টুডে বার্তা সংস্থাকে তুর্কি উপদেষ্টা বলেন, 'বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে গ্রিসের কর্মকর্তারা প্রবেশ করলেই তুরস্ক কঠিন প্রতিক্রিয়া দেখাবে। যা হবে যেকোন প্রাকৃতিক দুর্যোগের চাইতেও ভয়াবহ। সম্প্রতি গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী এই বিরোধপূর্ণ দ্বীপগুলো পরিদর্শনের আগ্রহ দেখান। এরপরই তুরস্কের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া দেখানো হল।

প্রসঙ্গত, এজিয়ান সাগরের বেশ কয়েকটি দ্বীপ নিয়ে পরস্পর মুখোমুখি অবস্থানে তুরস্ক ও গ্রিস। এই অঞ্চল নিয়েই ১৯৯৬ সালে দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও সমাধান হয়নি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে