রবিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৮, ০৩:৩৫:১২

এখন থেকে একটি গুলির জবাব ভারত দেবে অসংখ্য গুলিতে : রাজনাথ সিং

এখন থেকে একটি গুলির জবাব ভারত দেবে অসংখ্য গুলিতে : রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের একটি ইটের জবাব অসংখ্য পাথর দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ত্রিপুরায় একটি নির্বাচনী জনসভায় তিনি বলেন, ''আমরা সাধারণভাবে প্রতিবেশী দেশের সঙ্গে শান্তির পরিবেশই বজায় রাখতে চাই। কিন্তু, তাতে তারা রাজি নয়। তাই এবার আমাদের সেনাবাহিনীকে বলেছি পাকিস্তান আমাদের ভূখণ্ডে একটি গুলি চালালে আমারা অসংখ্য গুলির মাধ্যমে তার জবাব দেব।''

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ''আমরা কোনও পরিস্থিতিতেই আগে পাকিস্তানকে আক্রমণ করতে রাজি নই। আমরা চাই দুটি দেশের মধ্যে যেন শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে চাই। কিন্তু, তারা তা বজায় রাখতে চায় না। তাই এবার সময় এসেছে একটি ইটের জবাব অসংখ্য পাথর দিয়ে দিতে হবে।''

প্রসঙ্গত, সীমান্ত লাগোয়া কাশ্মীরের একাধিক পোস্ট লক্ষ্য করে গত কয়েক বছর ধরে দফায় দফায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। অতর্কিত গুলি চালানোয় ইতিমধ্যেই শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একাধিক জওয়ান।

দিন কয়েক আগে নাম না-করেই পাকিস্তানকে রীতিমতো হুমকির সুরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শত্রুপক্ষকে নিশ্চিহ্ন করতে নিজের মাটি থেকেই শুধু নয়, তাদের মাটিতে গিয়েও আঘাত করতে পারে ভারত। গুরগাঁওতে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, সাইবার হামলার বিপদ রুখতে এনএসজির মতো বিশেষ কম্যান্ডো বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন।

সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালিয়ে জঙ্গিঘাঁটি ধংস করেছে ভারত। সেই প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ''প্রয়োজনে সীমান্ত পার করে শত্রুশিবিরে হামলা চালাতে সক্ষম ভারত।''
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে