সোমবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:৩১:৫৯

আমি কোরআন পড়েছি, আপনাদের ইসলামকে খুব শ্রদ্ধা করি : জয় বন্দ্যোপাধ্যায়

আমি কোরআন পড়েছি, আপনাদের ইসলামকে খুব শ্রদ্ধা করি :  জয় বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণ মানুষের কাছে পেটের দায় বড় দায়। আর রাজনীতিবিদদের কাছে বড় দায় হচ্ছে ভোট। ক্ষমতা লাভ করতে ভোটের জন্য প্রায় সবকিছুই করতে পারেন রাজনীতির কারবারিরা। যার বড় প্রমাণ দিলেন বিজেপির রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

মহানগর কলকাতার দক্ষিণ কলকাতার মেটিয়াবুরুজের গার্ডেনরিচ এলাকার কাচ্চি মোড়। সমগ্র এলাকাটিই সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত। সেই এলাকাতেই এক দলীয় সভায় নিজেকে সংখ্যালঘু মানুষের পৃষ্ঠপোষক বলে দাবি করলেন জয়।

রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস মুসলিম তোষণ করে। এই অভিযোগ বারবার করেছে বিরোধী শিবির। যে তালিকায় সবার আগে রয়েছে বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিজাব পরে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া কিনবা ইফতার পার্টির আয়োজন করাকেও বহুবার কটাক্ষ করেছে বিজেপি নেতারা।

বহুবার বিরোধিতা করলেও এবার নিজেই সেই একই পথে হাঁটলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় তিনি বলেন, “আমি কোরআন পড়েছি। আপনাদের ইসলামকে খুব শ্রদ্ধা করি।” একইসঙ্গে ইসলাম ধর্মের গুণগান গেয়ে তিনি আরও বলেন, “আমি জানি যদি সঠিকভাবে ইসলাম ধর্ম কেউ পালন করা তাহলে সেই ব্যক্তি ৯৫ বছর অবধি কোনও রোগ ছাড়া বাঁচতে পারে।”

নিজেকে মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছের লোক প্রমাণ করার জন্য তিনি বলেন, “আমি পার্ক সার্কাসের এক সংখ্যালঘু পাড়ায় বড় হয়েছি। আমার দেহরক্ষী, গাড়ির চালক সহ ম্যানেজার সকলেই মুসলিম। আমি তাঁদের সঙ্গেই থাকি এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করি।” --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে