সোমবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:৪৮:৩৯

পণের টাকা না দেওয়ায় স্ত্রীর কিডনি বিক্রি করে দিল স্বামী

পণের টাকা না দেওয়ায় স্ত্রীর কিডনি বিক্রি করে দিল স্বামী

আন্তর্জাতিক ডেস্ক : পণের টাকা আদায়ের তার কিডনি বিক্রি করে দিয়েছেন স্বামী! এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্কার বাসিন্দা রীতা সরকার। ওই গৃহবধূর অভিযোগ, কলকাতার একটি নার্সিংহোমে অ্যাপেনডিক্স অপারেশনের নামে তার একটি কিডনি বিক্রি করে দেওয়া হয়েছে।

ঘটনায় স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার পর থেকে পলাতক ওই মহিলার স্বামী বিশ্বজিৎ সরকার। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও পণ আদায়ের জন্য পুত্রবধূর কিডনি বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন শাশুড়ি।

ফারাক্কার বিন্দুগ্রামের বাসিন্দা রীতা সরকার। ১৩ বছরের আগে মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা বিশ্বজিৎ সরকারের বিয়ে হয় তার। ওই দম্পতির ছেলের বয়স ১১ বছর। রীতার দাবি, বিয়ের সময়ে তার বাবার কাছ থেকে গয়না, আসবাবপত্র ও নগদ ২ লক্ষ চেয়েছিল বিশ্বজিৎ। কিন্তু, গয়না ও আসবাব দিলেও, নগদ টাকা দিতে পারেননি ওই গৃহবধূর বাবা।

অভিযোগ, বিয়ের পর থেকে পণের জন্য রীতার উপর অত্যাচার চালাত তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। রীতা সরকার জানিয়েছেন, বছর তিনেক আগে শ্বশুরবাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পেটে প্রবল যন্ত্রণা হচ্ছিল। স্ত্রীকে কলকাতা একটি নার্সিংহোমে নিয়ে যায় বিশ্বজিৎ। সেখানেই ওই গৃহবধূর অ্যাপেনডিক্স অপারেশন হয়। তার অভিযোগ অস্ত্রোপচারের নামে কিডনি হাতিয়ে নেওয়া হয়।

গত নভেম্বরে শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়েন রীতাদেবী। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে তার আলট্রাসোনোগ্রাফি হয়। ওই গৃহবধূর দাবি, ইউএসজিতে দেখা গিয়েছে, তার ডানদিকের কিডনিটি নেই। প্রথমে অবশ্য ঘটনাটি বিশ্বাস হয়নি রীতার বাপের লোকেদের। মালদা মেডিক্যাল কলেজে ফের তার আলট্রাসোনোগ্রাফি করানো হয়। তখনও এক ফল।

এরপরই কিডনি বিক্রির বিষয়ে নিশ্চিত হন রীতা ও তার বাপেরবাড়ির লোকেরা। শুক্রবার ফারাক্কা থানায় পণের জন্য কিডনি বিক্রি অভিযোগে স্বামী, শ্বশুড়বাড়ির লোকেদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ঘটনার পর থেকে উধাও রীতার স্বামী বিশ্বজিৎ। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে লালগোলার বাড়িতেই রয়েছেন শ্বাশুড়ি।

তিনি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। শ্বাশুড়ির পালটা অভিযোগ বদনাম করতেই কিডনি বিক্রির গল্প ফেঁদেছে বউমা। তবে তেরো বছরের দাম্পত্যের পরও কোনও স্বামী বা তার পরিজনেরা বধূর সঙ্গে কি এমন আচরণ করতে পারে? প্রতিবেশীরা পর্যন্ত গোটা ঘটনায় অবাক। সংবাদ প্রতিদিন
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে