সোমবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:২০:৫২

ফেব্রুয়ারি মাস ৩০ দিনে! জাগো বাংলার ক্যালেন্ডার বিতর্কের রহস্য উন্মোচন মমতা ব্যানার্জীর!

ফেব্রুয়ারি মাস ৩০ দিনে! জাগো বাংলার ক্যালেন্ডার বিতর্কের রহস্য উন্মোচন মমতা ব্যানার্জীর!

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার বইমেলায় তৃণমূলের মুখপত্র জাগো বাংলার থেকে ২০১৮ সালের যে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, সেখানে নাকি ফেব্রুয়ারি মাসে ৩০ দিন দেখানো হয়েছে! এমনই একটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

সেই পোস্টকে ঘিরেই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন প্ল্যাটফর্মে। লেখা হয়, ‘৪২ তম আন্তর্জাতিক বইমেলায় বিশেষ আকর্ষণ ‘জাগো বাংলা’ থেকে ক্যালেন্ডার বিলি করছে আবার তাতে ফেব্রুয়ারি ৩০ দিনে মাস। সত্যি পরিবর্তনের ফল।’

এই ক্যালেন্ডার নিয়েই মমতা ব্যানার্জী মুখ খুললেন। চক্রান্তের অভিযোগ তুলে বিঁধলেন বিজেপির মিডিয়া সেলকে। শিলিগুড়িতে তৃণমূলের ছাত্র যুবদের সভা থেকে মুখ্যমন্ত্রী ক্যালেন্ডারের প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, ‘খবরও করে দিচ্ছে কেউ কেউ। একটা ভুল ক্যালেন্ডার বিজেপির আইটি ডিপার্টমেন্ট ছাপিয়ে তৃণমূল কংগ্রেসের নামে, জাগো বাংলার নামে প্রচার করছে।’

মমতা অনুযোগের সুরে বলেন, তৃণমূল কংগ্রেস এত বোকা নয় যে, ফেব্রুয়ারি মাসে ৩০ দিন লিখবে। দলের পক্ষ থেকে বিজেপির এমন কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ ও অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তৃণমূল নেত্রী।

এভাবে অনেক ছবিই তৃণমূল কংগ্রেসের নামে সোশ্যাল মিডিয়ায় বিজেপি ও সিপিএম ছড়িয়ে দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। এর মোকাবিলায় দলের কর্মীদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ার নির্দেশও দেন তিনি। দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে একই নির্দেশ দিয়েছিলেন মমতা।

এদিন ইন্দ্রনীল সেনের দায়িত্বে থাকা জয়হিন্দ বাহিনীর সদস্যদেরও সোশ্যাল মিডিয়া দেখার কথা বলেন তিনি। কয়েকদিন আগে নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচনের দিন জাল ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে মুখ পুড়েছিল বিজেপির মিডিয়া সেলের।

পরে সেলের তরফ থেকে অবশ্য ক্ষমা চেয়ে নেওয়া হয়। এবার ক্যালেন্ডার বিতর্কে মমতার দাবির উত্তরে কী বলে বিজেপি সেটাই এখন দেখার।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে