সোমবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৩২:২৯

বড়সড় দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার নীরব মোদী

বড়সড় দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার নীরব মোদী

আন্তর্জাতিক ডেস্ক : বড়সড় দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিলোনিয়ার ডায়মন্ড মার্চেন্ট নীরব মোদী। শুধু তিনি নয়, তার বেশ কয়েকজন ব্যবসায়ীক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের ২৮০.৭০ কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নীরব মোদীকে।

শুধু তাই নয়, তার বিরুদ্ধে একাধিক আরও অভিযোগ রয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। ২০১৭ সালে পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক থেকে ২৮০.৭০ কোটি টাকা লোন নেয়। সেই টাকা তছরুপের অভিযোগ নীরব মোদী এবং তার ব্যবসায়ীকে সহযোগীদের বিরুদ্ধে।

গত কয়েক মাস আগে সিবিআইয়ের কাছে কোটি টাকা দুর্নীতি এবং টাকা তছরুপের অভিযোগ জানায় পিএনবি। সেই মতো তদন্ত শুরু করে সিবিআই কর্মকর্তারা। বেশ কিছু অসঙ্গতি পাওয়ার পরেই বিলোনিয়ার ডায়মন্ড মার্চেন্ট নীরব মোদীকে গ্রেফতার করে সিবিআই।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে