মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:২৭:৪৩

প্রধান বিচারপতি গ্রেফতার, মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতা চরমে

প্রধান বিচারপতি গ্রেফতার, মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতা চরমে

আন্তর্জাতিক ডেস্ক : চরম রাজনৈতিক সংকট তৈরি হয়ে গেল মালদ্বীপে। দেশের সুপ্রিম কোর্টের আদেশ মেনে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া তো দূরের কথা, উল্টো গ্রেফতার করা হল দেশের প্রধান বিচারপতিকেই। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন গায়ুম। খবর জি নিউজের।    

আগামী ১৫ দিনের জন্য দেশের শাসন ক্ষমতা হাতে নিয়ে নিলেন প্রেসিডেন্ট গায়ুম। এর ফলে গোটা দেশের প্রশাসন নিয়ন্ত্রণ করবে সামরিক বাহিনী। এরকম এক অবস্থায় নাগরিকদের মালদ্বীপে ‌যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলো ভারত ও আমেরিকা।

মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতা এখন চরমে। বিরোধী দলের সমর্থকরা রাস্তায় নেমে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। জায়গায় জায়গায় হচ্ছে সংঘর্ষ। তাদের দাবি জেলবন্দি বিরোধী নেতা-সমর্থকদের জেল থেকে মুক্তি দিতে হবে। ছেড়ে দিতে হবে সাবেক প্রেসিডেন্ট নাসিদকেও।

গত বৃহস্পতিবার মালদ্বীপ সুপ্রিম কোর্ট দেশের সব রাজনৈতিক বন্দিদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই আদেশের পরই প্রেসিডেন্ট সেই রায় মানতে অস্বীকার করেন। প্রেসিডেন্টের দফতর থেকে জানিয়ে দেওয়া হয় তারা সুপ্রিম কোর্টের নির্দেশ বানবেন না। তখনই আন্দাজ করা গিয়েছিল, মালদ্বীপে ফের কোনও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে চলেছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে