বুধবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:১৭:১২

প্রবল কম্পনে ধসে পড়লো বিশাল হোটেল!

প্রবল কম্পনে ধসে পড়লো বিশাল হোটেল!

আন্তর্জাতিক ডেস্ক : ভূ-কম্পনের মাত্রা ৬.৪, সেই মাত্রায় প্রবল নাড়া খেয়ে গেল তাইওয়ান। মাটির কাঁপুনিতে দেশজুড়ে ক্ষয়ক্ষতির সংবাদ আসছে। বিশাল হোটেল ধসে পড়ার ছবিও আসছে। কম্পনের কেন্দ্র বন্দর শহর হুয়ালিয়ান। সেখানেই সর্বাধিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

জনগণ তীব্র আতঙ্কিত। আশঙ্কা অনেকের মৃত্যু হতে পারে। ধসে পড়া হোটেলের মধ্যে আটকে পড়েছেন আবাসিকরা। তাদের উদ্ধারের জন্য নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিভিন্ন সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে হোটেলটি হেলে পড়ার মুহূর্ত। এদিকে কম্পন অনুভূত হতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি।

বিবিসি জানাচ্ছে, দেশটির বিভিন্ন স্থানে বাড়ি ধসে পড়েছে। রাজধানী তাইপে শহরেও লেগেছে ভূকম্পনের দোলা। জানা গিয়েছে, এই কম্পনের উত্‍স দেশটির পূর্ব উপকূল থেকে ২০ মাইল ভিতরে হুয়ালিয়ান শহর। দুমড়ে মুচড়ে গিয়েছে রাস্তা, সড়ক। বিভিন্ন বাডির মধ্যে ধরেছে ফাটল।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে