আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপে চলমান অস্থিরতার মধ্যে সেখানে হস্তক্ষেপের জন্য প্রস্তুতি নিয়েছে ভারতের সামরিক বাহিনী। মালদ্বীপ চাইলে সেখানকার রাজনৈতিক সংকটে যে কোনও প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে ভারত। এজন্য সেনাবাহিনী ও নৌবাহিনীকে প্রস্তুত করা হয়েছে। খবর এবিপির।
টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে মালদ্বীপ থেকে ভারতীয় পর্যটকদের ফিরিয়ে আনতে সেনার সাহায্য চাওয়া হতে পারে। মালদ্বীপের পরিস্থিতির ওপরে নজর রেখে চলেছে সেনারা।
এদিকে ভারতীয় নৌবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজকেও তৈরি রাখা হয়েছে। প্রয়োজনে তলব করা হতে পারে ওইসব যুদ্ধজাহাজ। মালদ্বীপের উপকূলবর্তী এলকায় নজরদারির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ করে ভারত। ফলে ইতিমধ্যেই সেখানে বেশ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তা রয়েছেন। তারাও দ্বীপরাষ্ট্রটির রাজনৈতিক সংকটের ওপরে নজর রাখছেন।
মালদ্বীপের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে চিন্তিত ভারত৷ সেখানে থাকা ভারতীয় নাগরিকদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়৷ যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে দ্রুত সেনাবাহিনী পাঠানো হতে পারে মালদ্বীপে৷ সেজন্য সামরিক বাহিনীকে প্রস্তুত রেখেছে ভারত। মালদ্বীপসংলগ্ন ভারত মহাসাগরে অবস্থানকারী যুদ্ধজাহাজও প্রস্তুত করা হয়েছে। ২০১৫ সালে সন্ত্রাসবাদের অভিযোগে কারাদণ্ড পাওয়া মুহাম্মদ নাশিদ ও বিরোধী দলের ১২ সাংসদকে গত বৃহস্পতিবার মুক্তি দেওয়ার নির্দেশ দেয় মালদ্বীপ সুপ্রিমকোর্ট।
কিন্তু মালদ্বীপের বর্তমান সরকার বিরোধী নেতাদের মুক্তি দিতে চায়নি৷ বরং সোমবার মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন জরুরি অবস্থা জারি করেন৷ এরপরেই সে দেশের প্রধান বিচারপতি আবদুল্লা সাইদ এবং প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল গাইয়ুমসহ শীর্ষস্থানীয় কয়েকজনকে গ্রেফতার করা হয়৷ পরিস্থিতি আরও ঘোলাটে আকার নেয় এর জেরেই সুপ্রিমকোর্ট ও সরকারের মধ্যে দ্বন্দ্বের শুরু৷ এরপরেই রাজধানী মালে শহরে সেনাবাহিনী ঢুকে পড়ে৷ দেশটির পার্লামেন্ট ঘিরে রাখা হয়েছে৷
এদিকে, নিজের দেশে প্রবল রাজনৈতিক অস্থিরতা কাটাতে ভারতের সামরিক হস্তক্ষেপ চেয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। অত্যন্ত দ্রুত পদক্ষেপ নিক ভারত, অবিলম্বে মালদ্বীপে সেনা পাঠাক- অনুরোধ নাশিদের। সাবেক প্রেসিডেন্টের এই মন্তব্যের পরে ভারতও মালদ্বীপের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
দ্বীপরাষ্ট্রটির ঘটনাপ্রবাহের দিকে খুব সতর্ক ভাবে নজর রাখা হচ্ছে বলে নয়াদিল্লির তরফে জানানো হয়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছেন মালদ্বীপের নাশিদ। তার দল মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টিও (এমডিপি) শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকেই কাজ চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মালদ্বীপের পরিস্থিতি যে দিকে গড়িয়েছে, তার প্রেক্ষিতেই বিবৃতি জারি করেছেন প্রধান বিরোধী দল এমডিপির নেতা তথা দ্বীপরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।
মলদ্বীপের সঙ্কট কাটানোর জন্য 'খুব দ্রুত পদক্ষেপ করুক' ভারত- অনুরোধ করেছেন নাশিদ। ''মালদ্বীপের সাধারণ মানুষের তরফ থেকে আমার বিনীত অনুরোধ: বিচারকদের এবং রাজনৈতিক বন্দিদের মুক্ত করার জন্য ভারত দূত পাঠাক, সঙ্গে সেনাবাহিনীও পাঠাক।'' টুইটারে এই কথাই লিখেছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট।
এমটিনিউজ/এসএস