শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:৫৪:৪৬

ইসরাইলের আগ্রাসন মোকাবেলায় লেবাননের সশস্ত্র বাহিনীকে কড়া নির্দেশ

ইসরাইলের আগ্রাসন মোকাবেলায় লেবাননের সশস্ত্র বাহিনীকে কড়া নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের আগ্রাসন মোকাবেলায় লেবাননের সশস্ত্র বাহিনীকে কড়া নির্দেশ দিয়ে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইসরাইলের আগ্রাসন মোকাবেলা করা হবে। গতরাতে বৈরুতে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড সেটারফিল্ডের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ইসরাইলের আগ্রাসন মোকাবেলায় লেবাননের জাতীয় প্রতিরক্ষা উচ্চ পরিষদের কঠোর অবস্থানের কথা জানিয়ে দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট আউন মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, স্থলে ও পানিতে ইসরাইলের যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আশা করছি কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরও সেনাবাহিনীকে আগ্রাসন মোকাবেলার নির্দেশ দিয়ে রেখেছি।’

সম্প্রতি লেবানন সীমান্তে ইসরাইলের দেওয়াল নির্মাণ এবং সাগরের পানি সীমায় তেল উত্তোলন ইস্যুতে বৈরুত ও তেল আবিবের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।

হিজবুল্লাহ ঘোষণা করেছে, লেবাননের পানি সীমায় তেল ও গ্যাস স্থাপনার কোনো ক্ষতি করা হলে ইসরাইলের সব তেল ও গ্যাস স্থাপনায় আঘাত হানা হবে।

ইসরাইলের সম্ভাব্য হামলার জবাব দিতে লেবানন প্রস্তুত: মিশেল আউন

ইহুদিবাদী ইসরাইলের যেকোনো হামলা মোকাবিলার জন্য লেবানন পূর্ণ প্রস্তুত রয়েছে। এ কথা বলেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। গত নভেম্বরে কুয়েতের আর-রাই পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মিশেল আউন আরও বলেছেন, এখন যদি ইসরাইল লেবাননে হামলা চালায় তাহলে দেশের সব মানুষ আগ্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কারণ এখন লেবাননের সব মানুষ ঐক্যবদ্ধ। দেশের ওপর কোনো ধরনের আঘাত আসলেই তারা ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে আতঙ্ক হিসেবে তুলে ধরার ষড়যন্ত্রের সমালোচনা করে তিনি বলেন, হিজবুল্লাহকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অতীতে এ ধরণের কোনো ঘটনা ঘটে নি।

সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার বিষয়ে কোনো কোনো দেশের প্রচেষ্টার সমালোচনা করেন মিশেল আউন। তিনি বলেন, দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া ও ইরাকের সেনাবাহিনীর বিজয়ের মধ্যদিয়ে দেশ ভাঙার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে।

ইসরাইলি আগ্রাসনের জবাব দিল সিরিয়া

ইহুদিবাদী ইসরাইলের নতুন আগ্রাসনের জবাব দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। গত বুধবার সকালে ইসরাইল থেকে ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া জানিয়েছে, রাজধানী দামেস্কের কাছে জামরাইয়া এলাকায় অবস্থিত একটি বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রকে লক্ষ্য করে আজ সকালে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরাইলের ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়। ইসরাইলের যুদ্ধবিমান থেকে সিরিয়ার গবেষণাকেন্দ্র লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল।

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত গোলান মালভূমি পরিদর্শনের পরপরই এ হামলা চালানো হয়। গোলান পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেছেন, “যেকোনো পরিস্থিতির জন্য তেল আবিব প্রস্তুত রয়েছে এবং কেউ যেন বিষয়টি পরীক্ষা করে না দেখে।

এর আগে, ইসরাইলের যুদ্ধমন্ত্রী লেবাননের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের হুমকি দিয়েছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে