শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৩১:০৫

নিজের শরীরে আগুন দিয়ে তরুণীকে জড়িয়ে ধরলেন যুবক! তারপর যা হলো..

নিজের শরীরে আগুন দিয়ে তরুণীকে জড়িয়ে ধরলেন যুবক! তারপর যা হলো..

আন্তর্জাতিক ডেস্ক : গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা। সঙ্গে এক তরুণীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করলেন ভারতের মধ্যপ্রদেশের যুবক। দু'জনেই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের চিন্দওয়াড়া জেলার একটি হোটেলে ঘটে যায় মর্মান্তিক কাণ্ডটি। গোটা ঘটনাটাই হোটেলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। যুবকটির নাম নভনীত জুংঘারে। গ্রামেরই এক তরুণীর আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে নভনীতের বিরুদ্ধে।

ঘটনাটির প্রত্যক্ষদর্শী ছিল এক তরুণী। তাকেই হোটেলের ঘরে পুড়িয়ে মারার চেষ্টা করেন নভনীত। ফুটেজে দেখা গেছে, গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছেন যুবকটি। তারপর জড়িয়ে ধরার চেষ্টা করছেন তরুণীটিকে।

হোটেল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দু'জনকেই হাসপাতালে পাঠানো হয়েছে। নভনীতের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার মামলা করা হয়েছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে