আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগেই পাকিস্তানকে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন ভারতের এক বিমান সেনা ক্যাপ্টেন। পাকিস্তানের সুন্দরী মহিলাদের সঙ্গে ...(প্রচার অযোগ্য শব্দ) লোভ সামলাতে পারেননি ৫১ বছরের অরুণ মারওয়াহা।
ভারতীয় বিমান সেনার এই গ্রুপ ক্যাপ্টেন আপাতত দিল্লি পুলিশের হেফাজতে। সুন্দরীদের সঙ্গে উত্তেজক কথাবার্তা বলার পরিবর্তে পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে পাচার করতেন এ দেশের প্রতিরক্ষা মন্ত্রকের গুরুত্বপূর্ণ নথি। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল তাকে তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে।
তার বিরুদ্ধে অভিযোগ, বিমান সেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথির ছবি মোবাইলে তুলে পাঠাতেন ইসলামাবাদে। দীর্ঘদিন বিমান সেনায় কর্মরত থাকায় তিনি জানতেন, যে কোন কোন ফাইলে নথিবদ্ধ রয়েছে সেনার যুদ্ধকালীন কলাকৌশল, সামরিক ঘাঁটির অবস্থান ও গোলাবারুদের ভাণ্ডার।
বিমান সেনার সদর দপ্তরে নিজের আইডি কার্ড ব্যবহার করে ঢুকে পড়ে ফোনে তুলে রাখতেন সেই সব নথির ছবি। পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেন পাক গুপ্তচরদের কাছে। তবে বিমান সেনার গোয়েন্দাদের জালে ধরা পড়েন তিনি।
চরবৃত্তির অভিযোগে বিমান সেনার গোয়েন্দারাই অভিযুক্ত অফিসারকে গ্রেপ্তার করেন। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, অনুমান, ওই অফিসারকে সুন্দরী মহিলাদের সঙ্গে ...(প্রচার অযোগ্য শব্দ) লোভ দেখিয়ে পাকিস্তানের হয়ে চরবৃত্তিতে নিয়োগ করা হয়। যাকে পোশাকি ভাষায় 'হানি ট্র্যাপ'বলা হয়ে থাকে।
যে মহিলাকে ব্যবহার করে এই গোটা পরিকল্পনার ছক কষা হয়, এখন তাকেও খুঁজছে বিমান সেনার ইন্টেলিজেন্স ইউনিট। অভিযুক্ত নিজের দোষ কবুল করলে তাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সূত্রের খবর, বিমান সেনার কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা শাখার রুটিন নজরদারিতে ধরা পড়ে ওই 'পাক গুপ্তচর'। তাকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস নিয়ে নাড়াচড়া করতে দেখা গিয়েছিল। যেগুলি ব্যবহার করার ছাড়পত্র তার ছিল না।
ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন, ওই ডিভাইসগুলি ব্যবহার করেই ধৃত ব্যক্তি পাক সেনার ও আইএসআইয়ের কাছে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাচার করত। ফেসবুকের মাধ্যমেও পাক গুপ্তচরের সঙ্গে যোগাযোগ রাখত ধৃত বিমান সেনার অফিসার।
তাকে পাতিয়ালা হাউস কোর্টে তোলা হলে তাকে ৫ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক দীপক শেহরাওয়াত। লোধি কলোনিতে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার স্মার্টফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এমটিনিউজ/এসএস