শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:১৭:৩১

'আমাকে গুলি করুন, তবে জেলে পাঠাবেন না'

'আমাকে গুলি করুন, তবে জেলে পাঠাবেন না'

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতকে উদ্দেশ্য করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, আমাকে গুলি করুন, তবে জেলে পাঠাবেন না। গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের।

মাদকবিরোধী অভিযানে প্রেসিডেন্ট দুতের্তে মানবাধিকার লঙ্ঘন করেছেন কিনা তা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আর তদন্তে তিনি দোষী সাব্যস্ত হলে তাকে গুলি করতে বলেছেন।

অভিযোগ অস্বীকার করে দুতের্তে বলেন, আমি যদি অপরাধী হই তবে জেলে যাওয়ার চেয়ে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যাকেই পছন্দ করি। আমাকে সেটাই করবেন। এ ব্যাপারে আইসিসি প্রসিকিউটর ফাতাউ বেনসৌডাকে প্রেসিডেন্ট দুতের্তে বলেন, আসুন আমরা একসঙ্গে একটি কক্ষে বসে আলোচনা করি। আপনি যদি আমাকে দোষী সাব্যস্ত করতে পারেন তাহলে আমি তা স্বাগত জানাবো। আর সেই দেশ খুঁজুন যেখানে ফায়ারিং স্কোয়াডে ফাঁসি কার্যকর করা হয়।

উল্লেখ্য, পুলিশের মাদকবিরোধী অভিযানে চার হাজারের মতো মানুষ মারা গেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই অভিযানে নিরপরাধ মানুষ মারা যেতে পারে।
 
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে