শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:৩০:০৯

পাঁঠা, গরু বা মোরগ নয়, বিড়ালের মাংসের বিরিয়ানি! আটক ৮

পাঁঠা, গরু বা মোরগ নয়, বিড়ালের মাংসের বিরিয়ানি! আটক ৮

আন্তর্জাতিক ডেস্ক : পাঁঠা নয়, গরু নয়, মোরগ নয়, বিরিয়ানি বানানো হচ্ছিল বিড়ালের মাংস দিয়ে। দাম তুলনামূলকভাবে কম হওয়ায় বিক্রিও হচ্ছিল রমরম করে। দক্ষিণ ভারতের চেন্নাইয়ে সাত দিন ধরে পুলিশি অভিযানে বিরিয়ানির দোকানগুলি থেকে উদ্ধার করা হল ১২টি বিড়াল।

আবাদি, পাল্লাভরম, তিরুমুল্লাইয়াভোরাম, পুম্পোজিল এবং কান্নিকাপুরম শহরে অভিযান চালিয়ে বিড়ালগুলিকে উদ্ধার করা হয়েছে। এই সবকটি এলাকাই আদিবাসী অধ্যুষিত। প্রথমবার বিড়াল রহস্যজনকভাবে উধাও হওয়ার অভিযোগ আসে বালাজিনগর এলাকা থেকে।

এক বাসিন্দার অভিযোগ ছিল, বিগত কয়েকদিন ধরে তার ও তার প্রতিবেশীদের পোষা বিড়াল উধাও হয়ে যাচ্ছে। ক্রমে বিড়াল উধাও হওয়ার ঘটনা বাড়তে থাকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিড়াল চুরি করছে আদিবাসীদের একাংশ।

কয়েকজনকে জেরা করে জানা যায়, বিড়াল তারাই চুরি করছে। কোথায় বিক্রি করা হচ্ছে এই বিড়ালগুলিকে, সেই জেরায় উঠে আসে বিরিয়ানির দোকানগুলির নাম। গ্রেপ্তার করা হয়েছে ৮ জন আদিবাসীকেও।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে