শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:০৯:০৫

প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের অদ্ভুত এক প্রচারণা

প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের অদ্ভুত এক প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক : অদ্ভুত এক প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা। প্রথমত আনুষ্ঠানিক কোনো প্রচারণা নয়। তবে এটা নির্বাচনী প্রচারণা। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় কেউ পথে বাধা হতে পারবে না- এমনটা অনেক আগেই পরিষ্কার করা হয়েছে। দ্বিতীয়ত, কোনো পরিষ্কার ঘোষণা নেই। নির্বাচনী বার্তা বা প্রতিশ্রুতিই বা কি তা দু’একজন ছাড়া কেউ জানেন না।

কেউ জানেন না নির্বাচনী প্রচারণায় কর্মসূচি কি। তবে বর্তমান প্রেসিডেন্টই প্রেসিডেন্ট প্রার্থী হবেন- এ বিষয়টি সবাই আন্দাজ করতে পারছেন। তিনি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নির্বাচনী প্রচারণা নিয়ে লন্ডনের অনলাইন ইন্ডিপেন্ডেন্টে এভাবেই লিখেছেন সাংবাদিক অলিভার ক্যারোল।

তিনি লিখেছেন, আগামী ১৮ই মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। সময়টা আর খুব একটা বাকি নেই। ফলে নির্বাচন পূর্ববর্তী দ্বিতীয় দিনের সফরে সার্বিয়া পৌঁছেন পুতিন। এর আগে ক্রাসনোয়ার্স্কয়ের মতো নভোসিবির্স্কয়েও পুতিনের সফর উপলক্ষ্যে রাস্তাগুলো সাফসুতোর করা হয়েছে। এর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিলেন একজন বিজ্ঞানীও। তাকে সহ অন্যদের সরিয়ে নেয়া হয়।

আর মিডিয়া? মিডিয়াকে তো বগলদাবা করা হয়েছে। এমন প্রচারণাকে অদ্ভুত বলে আখ্যাযিত করেছেন সাংবাদিক অলিভার ক্যারণ। সার্বিয়া সফরের সময় পুতিনকে দেখা গেছে বেশ ক্লান্ত, অনাগ্রহী। তার কথা আটকে যাচ্ছিল। তবে তিনি যে জিনিসটি খুব পছন্দ করেন তা করতে পিছপা হন নি। তিনি ছবি তুলেছেন স্পোর্টস টিমের সঙ্গে।

তিনি লেকচার দিয়েছেন রাশিয়া ইনকরপোরেশনের প্রধান নির্বাহী হিসাবে। তার বক্তব্যের সময় শ্রোতারা ছিলেন নীরব। তিনি তার অধীনস্তদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং তার উত্তর দিয়েছেন। বৃহস্পতিবার তিনি সফর করেছেন নভোসিবির্স্কয়ের আকাডেমগোরোডোক অথবা সায়েন্স সিটি সফর করেন। এটিই আসল সোভিয়েত সিলিকন ভ্যালি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে