শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:২০:০১

১২ লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা শুরু

১২ লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রতিশোধ নিতে দামেস্কে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল। শনিবার সকালে ইরানের একটি ড্রোনকে ধাওয়া করার সময় সিরিয়ান সেনাবাহিনী ইসরাইলি বিমানটিকে ভূপাতিত করে। এর কয়েক ঘণ্টার মধ্যে দামেস্কের কাছাকাছি অন্তত ১২ লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। এর মধ্যে চারটি লক্ষ্যবস্তু ‘ইরানের নিয়ন্ত্রণাধীন’ বলে দাবি করেছে তেল আবিব।
 
ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি বিধ্বস্ত বিমানের ছবিসহ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, একটি খোলা জায়গায় রাস্তার পাশে বিশাল আগুনের কুণ্ডলী জ্বলছে। সামাজিক মাধ্যমে এই ছবি শেয়ার করছেন অনেকে। রয়টার্স জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানের দুই পাইলট প্যারাসুটে উড়ে যেতে সক্ষম হয়েছেন।

এর আগে আজিই ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইরানের একটি ড্রোন সিরিয়া সীমান্তে বিধ্বস্ত করেছে। ড্রোনটিকে অনুসরণ করে উত্তর সিরিয়ার একটি এলাকায় বিমান হামলাও চালায় ইসরাইলি বাহিনী। এর কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলি যুদ্ধবিমানটি ভূপাতিত করে সিরিয়ান সেনাবাহিনী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে