শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৪২:৪৫

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র দেখতে চায় ভারত : নরেন্দ্র মোদি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র দেখতে চায় ভারত : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বীকৃত ‘স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে ফিলিস্তিনকে দেখতে চায় ভারত। সে দেশের মাটিতে পা দিয়ে এই বার্তা দিয়ে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইজরায়েল এবং ফিলিস্তিন— দুই দেশের সঙ্গেই ভারত যে সম্পর্ক রেখে চলার পক্ষপাতী সে কথাও স্পষ্ট করেন তিনি।

৩০ বছর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল ভারত। কিন্তু এ পর্যন্ত কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে যাননি। সে অর্থে এ দিন মোদির রামাল্লা সফর ছিল ঐতিহাসিক। তিন ঘণ্টার জন্য রাজধানী রামাল্লায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। জর্ডানের রাজধানী আম্মান থেকে একটি হেলিকপ্টারে শনিবার সকালে রামাল্লায় যান মোদি।

রয়্যাল জর্ডানিয়ান হেলিকপ্টার এবং ইজরায়েলি বিমান সেনার হেলিকপ্টার তাকে এসকর্ট করে নিয়ে যায় রামাল্লায়। মোদিকে সেখানে স্বাগত জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস। সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী যান রামাল্লায় প্যালেস্তাইন মুক্তি আন্দোলনের (পিএলও) নেতা ইয়াসির আরাফতের স্মারক ভবনে, শ্রদ্ধার্ঘ অর্পণ করতে।

তার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে জাতিসংঘের অধিবেশনে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে গিয়েই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভোট দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছিল ভারত।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে