রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৫৫:৫৫

‘তিনবার আমার গায়ে হাত দিল, বুঝলাম কাকু ইচ্ছাকৃত অসভ্যতা করছে’

‘তিনবার আমার গায়ে হাত দিল, বুঝলাম কাকু ইচ্ছাকৃত অসভ্যতা করছে’

আন্তর্জাতিক ডেস্ক :  তিন বন্ধুর সঙ্গে ক্লাসেই ছিলাম। অন্য বন্ধুরা স্পোর্টসে গিয়েছে। আমি ডাস্ট অ্যালার্জির কারণে যাইনি। প্রায় ফাঁকা ক্লাসরুমে আমরা চারজন। হঠাৎ দেখি মলয়কাকু (মলয় বড়ুয়া) ক্লাসে এল।

বৃহস্পতিবার স্কুলে স্পোর্টস। অন্য দিনের মতই মলয়কাকু আমাদের স্কুলবাসে করেই স্কুলে এসেছে। কিন্তু সবাই যখন মাঠে, তখন মলয়কাকু কেন ক্লাসে তা দেখে একটু অবাক হই। কাকু এসে আমাদের সঙ্গে কথা বলা শুরু করে।

এক বন্ধুর ব্যাগের ভিতরে কাচের টুকরো ছিল। কাকুকে দেখে সে ওই কাচের টুকরোগুলি লুকোতে গেলে কাকু দেখে ফেলে। তখন কাকু ওই বন্ধুটির কাছে এসে ব্যাগে কী আছে দেখতে চায়। আমি সামনে ছিলাম। আমি যখন বন্ধুটিকে বলছি কাকুকে ব্যাগটা দেখাতে, তখন কাকু প্রথম আমার গায়ে হাত দেয়। প্রথমে বুঝতে পারিনি।

এক বন্ধুর হাত কেটে গিয়েছিল। আমি তার হাত দেখছি, তখন কাকু আবার আমাদের দিকে এগিয়ে এল। আমার বন্ধুর হাতে ব্যান্ডেজ লাগানো ছিল। তা সত্ত্বেও তাকে দিয়ে সেই ব্যান্ডেজ খোলাল। আমায় বলল, বন্ধুর হাতে মলম লাগিয়ে দিতে। তখনও একবার কাকু আগের মতো আমার শরীরের একই জায়গায় হাত দিল। এবার আমার খারাপ লেগেছিল। কিন্তু কিছু বলিনি।

এরপর তৃতীয় বার। তিনবার আমার গায়ে হাত দিল, বেশ বুঝলাম কাকু ইচ্ছাকৃত অসভ্যতা করছে। আমার বন্ধু হাতে ব্যান্ডেজ করে টয়লেটে গিয়েছে। আমি ফার্স্ট বেঞ্চে গিয়ে বসেছি। আমার ঠিক পাশের বেঞ্চে আমাদের ক্লাসের রেজিস্ট্রার বুক রাখা।

সেটা স্কুলের ম্যামের দেখার কথা। কাকুর নয়। দেখলাম কাকু ওই রেজিস্টারবুক দেখতে এসে সরাসরি আমার গায়ে হাত দিল। আমি লজ্জায়-ভয়ে কেঁদে ফেলেছি। আমার এক বন্ধু ঘটনাটি খেয়াল করেছিল। কাকু আমায় বলল, এই কথা কাউকে বললে আগামী দিনে এর থেকেও
বেশি হবে।

ইতিমধ্যে অন্য বন্ধুরা স্পোর্টসের পরে ক্লাসে চলে এসেছে। আমায় কাঁদতে দেখে সকলে অবাক। কাকুও সেখানে ছিল। কাকু দেখলাম কিছু না জানার ভান করে জানতে চাইছে, আমি কেন কাঁদছি। আমি চিৎকার করে উঠে বললাম, ‘‘তুমি বুঝতে পারছ না আমি কেন কাঁদছি। নাটক করছ।’’
পরে আমার আরেক বন্ধু বলে, তার সঙ্গেও আগে কাকু এরকম করেছে। --এবেলা

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে