রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:৩৫:৪৩

ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিল হামাস

ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ ও হামাস যোদ্ধারা সিরিয়ার পাশে রয়েছেন। সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের একটি এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত হওয়ার পর এ কথা বলেছে সংগঠনটি।
 
হামাসের শীর্ষ নেতা ইসমাইল রাদোয়ান বার্তা সংস্থা কুদস প্রেস ইন্টারন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরাইলি হামলার যে জবাব দিয়েছে সিরিয়া, আমরা তার প্রশংসা করি। ইসরাইলের শত্রুতামূলক পদক্ষেপের জবাবে ফিলিস্তিনের জনগণ ও হামাস দামেস্কের পাশে দাঁড়াবে।-খবর পারস টুডের।

সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন ও দেশটির ওপর ইসরাইলি হামলার নিন্দা করে হামাসের এ নেতা বলেন, ইহুদিবাদীদের হামলার মুখে সিরিয়ার আত্মরক্ষার অধিকার রয়েছে। একই সঙ্গে তিনি ইসরাইলের পক্ষ থেকে আসন্ন হুমকি মোকাবেলা করতে হামাসের শীর্ষ নেতৃত্ব, ফিলিস্তিনি জনগণ ও আরব নেতাদের প্রতি আহ্বান জানান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে