রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:০৭:২৯

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ২ বিমান

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ২ বিমান

আন্তর্জাতিক ডেস্ক :  দুটি বিমানের মধ্যে দূরত্ব মাত্র ১০০ ফিট৷ সংঘর্ষ যে বাঁধবে তা বোঝাই গিয়েছিল৷ কিন্তু পাইলটরা শেষ মুহূর্তে সামলে নিলেন৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিয়া ও ভিস্তারার ২টি বিমান৷

৭ ফেব্রুয়ারি মুম্বই থেকে ভোপাল যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান A-319৷ ওই সময়ই দিল্লি থেকে পুনে যাচ্ছিল ভিস্তারার বিমান A-320৷ এয়ার ইন্ডিয়ার বিমান ছিল ২৭ হাজার ফিট উপরে৷ তখন ভিস্তারার বিমানকে ২৯ হাজার মিটার উপরে উড়তে বলা হয়েছিল৷ কিন্তু ৮টা নাগাদ ভিস্তারার বিমান ২৭ হাজার ১০০ ফিয়ে নেমে আসে৷

বিমানে তখন ১৫২ জন যাত্রী ছিলেন৷ সেই কারণে ২টি বিমানের মুখোমুখি সংঘর্ষের সমূহ সম্ভাবনা ছিল৷ ঠিক তখনই ট্রাফিক কলিশন অ্যাভয়ডেন্স সিস্টেম বা TCAS-এর অ্যালার্ম অ্যাক্টিভেট হয়৷ মাঝ আকাশে ২টি বিমানকে সংঘর্ষের হাত থেকে বাঁচিয়ে নেন পাইলটরা৷

ডিরেক্টর জেনারেল অফ সিভিল অপারেশন ভিস্তারার দুই পাইলটকে তলব করেছেন৷ তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে পাইলটদের ২৭ হাজার ফিটে নেমে আসার কথা বলা হয়েছিলে৷ না হলে তাঁরা এমন কাজ করতেন না৷

এতটা দায়িত্বজ্ঞানহীন নন৷ সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তা তাদের কাছে প্রধান৷ এর জন্য যাবতীয় নিয়ম মেনে চলে তারা৷ এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ব্যুরোকে৷ --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে