শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৩:৩০:২৫

হামলার ঝুঁকিতে ফ্রান্স

 হামলার ঝুঁকিতে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি প্যারিস হামলার পর ফ্রান্সে রাসায়নিক কিংবা জীবাণু অস্ত্র হামলা হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী মানুয়েল ভালস। প্যারিসের গত শুক্রবার রাতে কয়েকটি বার, রেস্তরাঁ, একটি কনসার্ট হলে এবং জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রঁসে চালানো হামলায় ১২৯ জন নিহত হয়। এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। এ হামলার পর ফ্রান্স জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। ভারতের এনডিটিভি জানিয়েছে, জরুরি অবস্থার সময় বাড়ানো হবে কিনা পার্লামেন্টে সে বিষয়ে এক বিতর্কে প্রধানমন্ত্রী ভালস বলেন, “আমরা কোনো আশঙ্কাই উড়িয়ে দিতে পারি না। এমনকি আমরা রাসায়নিক বা জীবাণু অস্ত্র হামলার ঝুঁকিতেও রয়েছি।” প্যারিসে এই হামলার পর পুরো ইউরোপ জুড়ে তদন্ত হচ্ছে এবং হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া, হামলার আশঙ্কা প্রকাশের পাশাপাশি বিমানে ইউরোপে আসা ব্যক্তিদের তথ্য জরুরি ভিত্তিতে বিনিময়ের উদ্যোগ নেওয়ার জন্য ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ইউরোপ কে আগের তুলনায় আরও জরুরি ভিত্তিতে বিমান পরিবহনের যাত্রীদের তথ্য আদান-প্রদাণ করতে হবে...যাতে নিশ্চিতভবে তাদের গতিবিধি অনুসরণ করা যায়। আমাদের যৌথ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত।” এদিকে, এখন থেকে ফ্রান্সের পুলিশ অফ ডিউটির সময়ও অস্ত্র বহন করতে পারবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন বলা হয়, যে কোনো সন্ত্রাসী হামলার সময় অফ ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলে তারা তাদের অস্ত্র ব্যবহার করতেপারবেন। কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ওই সময় তারা পুলিশ লেখা আর্মব্যন্ড ব্যবহার করবেন। ২০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে