শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৪:৩৯:১৪

পতাকাকে হিজাব বানিয়ে স্বদেশ প্রেম প্রকাশ

পতাকাকে হিজাব বানিয়ে স্বদেশ প্রেম প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস হামলার পর গোটা যুক্তরাষ্ট্র জুড়ে মুসলিম বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে। দেশটির মুসলিমদের এখন নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এ অবস্থায় মুসলিমরা যে নিঃস্বার্থ দেশপ্রেমিক, সেটা প্রমাণ করতে যুক্তরাষ্ট্রের পতাকা দিয়ে হিজাব বানিয়ে টিভি আলোচনায় এলেন এক মার্কিন মুসলিম নারী। তার নাম সাবা আহমেদ। ‘রিপাবলিকান মুসলিম কোয়ালিশন’-এর প্রতিষ্ঠাতা সাবা আহমেদ টিভি চ্যানেল ফক্স নিউজ প্রচারিত মেগান কেলির নিউজ অনুষ্ঠানে মার্কিন মুসলিমদের ধর্মীয় ও মুক্তভাবে ধর্মচর্চার সাংবিধানিক অধিকার রক্ষায় এভাবে হাজির হন তিনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একেবারে শেষ মুহূর্তে অনুষ্ঠানে এটি পরে আসার সিদ্ধান্ত নিই। অনেকেই আমার এই হিজাবের প্রশংসা করেছেন। আমি তো প্রথমে বেগুনি রংয়ের হিজাব পরতে চেয়েছিলাম। কিন্তু নিজের বক্তব্যকে আরো জোরালো করতেই অনুষ্ঠানে শেষমেষ মার্কিন পতাকায় তৈরি হিজাব পরে আসি।’ প্যারিস হামলার পর যুক্তরাষ্ট্রের ২৭টির বেশি অঙ্গরাজ্য সিরীয় শরণার্থীদের গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে যাদের অধিকাংশই রিপাবলিকান গভর্নর দ্বারা শাসিত। মুসলিম সম্প্রদায় এবং মসজিদগুলোতে চালানো হচ্ছে হামলা। কেউ কেউ আবার সন্ত্রাবাদ দমনে যুক্তরাষ্ট্রের মসজিদগুলো বন্ধ করার দাবিও জানিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরীয় শরণার্থীদের প্রবেশের দরজা মুখের ওপর বন্ধ না করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এটা করা হলে যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতা বিরোধী হবে বলেও মন্তব্য করেন তিনি। সাবা আহমদের ভাষায়, ‘আমরা মুসলিম এবং রিপাবলিকানদের সমর্থন করি। আমরা চাই আপনারা আমাদের উদারতার সঙ্গে গ্রহণ করবেন। আমরাও এ দেশ ও সংস্কৃতির সঙ্গে নিজেদের একত্রীভূত করার চেষ্টা করব।’ বিষয়টি সামাজিক মাধ্যমগুলোতেও ব্যাপক সাড়া ফেলেছে। একজন ইউজার ফেসবুকে লিখেছেন,‘ফক্স নি্উজে আমেরিকান পতাকা দিয়ে তৈরি হিজাব পরে আসা সাবা সবার মন জিতে নিয়েছেন।’-বিবিসি। ২০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে