 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নিউজ ডেস্ক : উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সম্পর্ক। চলছে বাকযুদ্ধ ও মহড়া। আর তারই জের ধরে এবার ভারতকে হুঁশিয়ারি দিয়ে চীন জানালো, মালদ্বীপ সঙ্কটে সামরিক হস্তক্ষেপে দিকে অগ্রসর হলে ভারতকে থামানোর জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস বলেছে, মালদ্বীপ পরিস্থিতিতে কিছু ভারতীয় নাগরিক সেনাবাহিনীর হস্তক্ষেপের কথা চিন্তা করছে। এটি আন্তর্জাতিক সম্পর্কের নিয়মনীতির মৌলিক বিষয়গুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়; যা স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বসহ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতিও শ্রদ্ধাশীল নয়।
গ্লোবাল টাইমস বলেছে, ‘মালদ্বীপ পরিস্থিতির অবনতি হলে তার সমাধান আন্তর্জাতিক প্রক্রিয়ায় করা উচিত। একতরফা সামরিক হস্তক্ষেপ ইতোমধ্যে বিদ্যমান বৈশ্বিক ব্যবস্থাকে বিপন্ন করে তুলেছে।’
চীনের রাষ্ট্রীয় এ দৈনিক বলেছে, ‘১৯৮৮ সালে শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনী মালদ্বীপের সরকারবিরোধী একটি গোষ্ঠীকে সহায়তা করেছিল। ওই সময় সামরিক দাঙ্গায় হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হয় ভারত। তখন থেকেই মালদ্বীপে প্রভাব বিস্তার করছে নয়াদিল্লি।’
গ্লোবাল টাইমস বলেছে, ‘যদি ভারত একতরফাভাবে মালদ্বীপে সেনা পাঠায়, তাহলে নয়াদিল্লিকে থামানোর জন্য ব্যবস্থা নেবে চীন।’
এমটিনিউজ/এসএস